নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় শিল্প-কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাঠেরপুল, শিবুমার্কেট ও পিঠালিপুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জালাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে পিঠালিপুলের শাহ কদম বোর্ড মিলস ও বিসমিল্লাহ ওয়াশ, কাঠেরপুল শিবুমার্কেট এলাকার মেসার্স জামিল ডাইং, হাজী মো. আলী ডাইং প্রিন্টং অ্যান্ড প্রসেসিং মিলস প্রাইভেট লিমিটেড, আর আর ওয়াশিং (পূর্বনাম হাসান ডাইং) ও বেলী ফুড কারখানার বিদ্যু ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন বলেন, এসব কারখানাগুলোতে উৎপন্ন তরল বর্জ্য কোনো ধরনের পরিশোধন ব্যতিরেকে সরাসরি ড্রেন-খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে যাচ্ছে। কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করে কার্যক্রম পরিচালনা করা...