ঢাক ঢোল পিটিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ভাড়া করা ৭টি বাস উদ্বোধনের দিনই বিকল হয়ে পড়েছে মাঝ রাস্তায় অন্যদিকে অর একটি বাসের নালভোল্ট খুলে পড়ে গিয়ে অল্পের জন্য বেঁচে যান বেশ কয়েকজন শিক্ষার্থী। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। এর আগে গতকাল রোববার সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। উদ্বোধন করে উপাচার্য ঘোষণা দিয়েছিলেন ৭টি বাস পরিবহন পুলে যোগ হওয়ায় শিক্ষার্থীদের পরিবহন সমস্যা অনেকটা কমে আসবে। কিন্তু যে ৭টি বাসই ভাড়া নেয়া হয়েছে তার সবগুলোই লক্কর আর ঝক্কর মার্কা বাস যা উদ্বোধনের দিনই মাঝ রাস্তায় বিকল হয়। প্রত্যাক্ষদর্শী ও ভুক্তভোগি শিক্ষার্থীরা জানায় উদ্বোধনের পর গতকাল রোববার বিকেল ৫.১০ এর ট্রিপে বিশ্ববিদ্যালয় টু...