ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের অবসান ঘটানো, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কার্যকর করা। কিন্তু সংস্কার ও বিচারের পরিবর্তে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে অনেক বৈঠক হলেও এখনো আইনগত ভিত্তি তৈরি হয়নি। এই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। আওয়ামী লীগের অপরাধের বিচার প্রসঙ্গে রেজাউল করীম বলেন, বর্তমানে আওয়ামী মাফিয়াচক্রের বিচারের গতি ও বিস্তার হতাশাজনক। একইসঙ্গে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তাদের বিচার দাবি করেন তিনি। তিনি অভিযোগ...