১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম সাগর উপকূলীয় জেলা বরগুনা ইলিশের ভান্ডার হিসেবে খ্যাত হলেও ভরা মৌসুমে অনেকটাই ইলিশ শূন্য অবস্থা বিরাজ করছে। ছিটেফোঁটা যৎসামান্য পাওয়া গেলেও দাম হাঁকা হচ্ছে আকাশচুম্বী। যা রয়েছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। লাভবান হচ্ছেন মধ্যস্বত্ত্বভোগীরা। বঙ্গোপসাগরে মোহনায় মিলিত হওয়া প্রমত্তা পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদী থেকে প্রতিবছর লক্ষাধিক মেট্রিকটন ইলিশ আহরিত হলেও চলতি বছরে তা নেমে এসেছে অর্ধেকের নিচে। দাদন ও ঋণগ্রস্ত মৎস্যজীবীরা চোখে দেখছেন সর্ষেফুল। জেলেপল্লীর অনেকেই জীবনযাপন করতেছে খেয়ে না খেয়ে। উপকূলীয় জেলা বরগুনা থেকে আহরিত এক লক্ষাধিক মেট্রিক টন ইলিশ বাংলাদেশের উৎপাদনের একটি বড় অংশ ছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ সেই ইলিশের রাজত্বে দেখা মিলছে ইলিশের শূন্যতা।বরগুনার বিভিন্ন মৎস্য আহরণ পয়েন্ট ও পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র...