জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন, পিআর) চালু করার দাবি জানিয়ে জামায়তে ইসলামী একটি নতুন কর্মসূচির ঘোষণা করেছে। এছাড়া ১৪ দলীয় জোট ও অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বন্ধ করার দাবিও তাদের প্রাথমিক পাঁচ দফার মধ্যে রয়েছে। জামায়াতের পাশাপাশি খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একই দিনে একই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের কথায়, আরও চারটি দল এই আন্দোলনে সম্প্রতি যোগ দেওয়ার কথা রয়েছে। কর্মসূচির সময়সূচী নির্ধারণ করা হয়েছে — ১৮ সেপ্টেম্বর ঢাকার বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে, এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হবে। আল‑ফালাহ মিলনায়তনে সোমবার মগবাজারে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘যেহেতু দাবি এক, প্রত্যেক দল...