শারদোৎসবের ঠিক আগে ইলিশ নিয়ে বড়সড় ধাক্কা! বাংলাদেশ সরকার এ বছর মাত্র ১,২০০ টন পদ্মার ইলিশ রফতানির অনুমতি দিয়েছে ভারতে, যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক। ফলে পশ্চিমবঙ্গের বাজারে সরবরাহ কম, আর দাম বেড়েই চলেছে।কলকাতার এক পাইকারি মাছ ব্যবসায়ীর কথায়, “আমরা যেমনটা আশা করেছিলাম, বাস্তব তেমনটা নয়। সরবরাহ কম থাকায় পুজোর বাজারে ইলিশের দাম ছুঁয়ে যাবে আকাশ।”বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের দাবি, জুন-জুলাইয়ে বরিশাল অঞ্চলে ইলিশ শিকার ৩০% কমেছে। অভ্যন্তরীণ বাজারে জোগান সংকটে থাকায় কমিয়ে দেওয়া হয়েছে রফতানির পরিমাণ।গত বছর যেখানে ১.১–১.৩ কেজি ওজনের ইলিশ পাওয়া গিয়েছিল ১,৬০০–২,০০০ টাকায়, সেখানে এবার সেই মাছই কেজি প্রতি ২,৫০০ টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা।গুজরাতের ভরুচ থেকে প্রায় ৪,৫০০ টন ইলিশ এলেও, তা ‘পদ্মার ইলিশ’-এর বিকল্প নয়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ার বাজারেও স্থানীয়...