মুকসুদপুরে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। গোপালগঞ্জ:গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে রেজাউল করিম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক আকস্মিক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ বিভিন্ন ধারায় রেজাউল করিমকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার পরিচালিত ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেয়া হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেজাউল করিম কোনো প্রকার চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই দীর্ঘদিন...