নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের ২১.৫০ শতাংশ শেয়ার অধিগ্রহণের পরিকল্পনা করছে রিয়েল এস্টেট ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফসিএস হোল্ডিংস লিমিটেড। এই অধিগ্রহণের জন্য সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কাছে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়াকিন পলিমারের তিনজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং এফসিএস হোল্ডিংস যৌথভাবে এই আবেদনটি করেছে। এর মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ৯৯৩টি শেয়ার, যা কোম্পানির মোট শেয়ারের ২১.৫০ শতাংশ অংশ, এফসিএস হোল্ডিংসের কাছে হস্তান্তর করার অনুমতি চাওয়া হয়েছে। এই শেয়ার হস্তান্তরের বিনিময়ে কোনো ক্যাশ দেওয়া হবে না। এর পরিবর্তে এফসিএস হোল্ডিংস ইয়াকিন পলিমারের বিদ্যমান ঋণ ও দায়-দেনা গ্রহণ করবে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি-এর ঋণসহ সরবরাহকারীদের বকেয়া বিল...