পুলিশ জানায়, দুর্ঘটনার সময় রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন এক ব্যক্তি, যিনি অটোরিকশার সামনে চলে আসেন। তখন অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে আলখাছ মিয়া (পঁঞ্চানব্বই) মৃত্যুবরণ করেন। নিহত আলখাছ মিয়া পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হবিগঞ্জ সদর মডেল থানার...