দিনাজপুরের পার্বতীপুরে ঝাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন সহকর্মী দুই শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগের ভিত্তিতে মাসখানেক আগে একটি তদন্ত কমিটি গঠন হলেও নির্ধারিত সময়ের মধ্যেও এখনো রিপোর্ট জমা হয়নি। গত ৪ আগস্ট আফরোজা খাতুন পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা খাতুন ও সহকারী শিক্ষিকা তৈয়বা খাতুন দীর্ঘদিন ধরে তাকে অকারণে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছেন। আফরোজার দাবি, আসমা খাতুন দায়িত্বে থেকে প্রায়ই বিদ্যালয়ে দেরিতে আসেন এবং দায়িত্বকালীন সময়ে ঘুমিয়ে পড়েন, যার ফলে পাঠদানে ব্যাঘাত ঘটে। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক সরকার সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। অন্য দুই...