প্রায় দেড় যুগ ধরে অবহেলিত এ রাস্তা জামায়াতে ইসলামী নেতা আলমগীর হোসেন সোহাগের উদ্যোগে মেরামতের ব্যবস্থা করা হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তা মেরামতের কাজ উদ্বোধন করেন জামায়াতে ইসলাম সমর্থিত ভোলা-৩ আসনের এমপি পদপ্রার্থী ও বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম এবং চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সোহাগ। স্থানীয়রা জানান, কাদাযুক্ত ও ভাঙাচোরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে মানুষ দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছিল। বিশেষ করে হিন্দু অধ্যুষিত অন্নদা প্রসাদ গ্রামে সহস্রাধিক মানুষ বসবাস করে। তাদের বাজার, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে চরফ্যাশন সদর হাসপাতাল বা ভুইয়ারহাটে যেতে হলে এ রাস্তাটি ব্যবহার ছাড়া কোনো বিকল্প ছিল না। শাহাদাতের দোকান থেকে জিএম বাজার পর্যন্ত কয়েকশো গজ রাস্তার বেহাল অবস্থায় বছরের পর বছর দুর্ভোগে কাটলেও এতদিন তা মেরামতের উদ্যোগ কেউ নেয়নি। উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা...