মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব পাশ ঘেঁষে বয়ে যাওয়া বংশী নদীর ফোর্ডনগর এলাকায় খনন কাজ চলছে। বিআইডব্লিউটিএর নদী খননের মাটি মজুদ রাখা নিয়ে এলাকাবাসী আপত্তি জানিয়েছে। অভিযোগ ওঠেছে, বিআইডব্লিউটিএর সংশ্লিষ্টরা খননকৃত মাটি খাস জমি দখল করা আকতার ফার্ণিচার ফ্যাক্টরির কাছে বিক্রির চেষ্টা করছেন। এ সুযোগে আকতার ফার্ণিচার নামের প্রতিষ্ঠানটি পাচ্ছে বাড়তি সুবিধা। একদিকে, খাস জমি দখল অন্যদিকে সেই জমিতেই বিআইডব্লিউটিএর মাটি মজুদ রাখা। ইতিপূর্বে সরকারি ওই সম্পত্তি দখল করতে গিয়ে আকতার ফার্ণিচার প্রশাসনের বাঁধার মুখে পিছু হটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসনের উদাসীনতায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ম্যানেজ করে নদী তীরবর্তী ওই জমিতে মাটি ভরাটের চেষ্টা করছে আকতার ফার্ণিচার। এদিকে, নদী সিকস্তি খাস জমিতে মাটি ভরাটে বাধা দিয়ে কোন ফল না পেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মো. মুরছালিন গত ৩...