চট্টগ্রাম নগরীর কুরবানীগঞ্জস্থ বলুয়ার দিঘী পাড় খানকাহ শরিফের মতোয়াল্লি আলহাজ নুর মোহাম্মদ আলকাদেরীর (র.) কনিষ্ঠ সন্তান আলহাজ সাবের আহমদ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।সোমবার (১৫ সেপ্টেম্বর) ৫টার সময় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গতকাল রোববার বিকেল ৪টায় তিনি ব্রেন স্ট্রোক করেন। আজ তার মেজ ভাই আনজুমান ট্রাস্টের এসভিপি মুহাম্মদ মহসিনের ওফাত বার্ষিকীর দিন ছিল।সোমবার রাতে এশার নামাজের পর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) জানাজার ইমামতি করবেন।সাবের আহমদ গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা নুর মোহাম্মদ আলকাদেরী (র.)-এর কনিষ্ঠ সন্তান। আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন (র.)-এর ছোট ভাই। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহসভাপতি,...