বাজারে আসা সুফিয়া নামের এক নারী অভিযোগ করে বলেন, ডাক্তারের কাছে ওষুধ নিতে এসে বৃষ্টিতে আটকা পড়েছি। বাচ্চা নিয়ে এখন বের হতে খুবই কষ্ট হচ্ছে। ময়লা পানিতে পা চুলকাচ্ছে, কাপড়ে কাদা লেগে নষ্ট হয়ে যাচ্ছে। কলেজ শিক্ষার্থী শাফিয়া আক্তার বলেন, যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতো তাহলে পানি দ্রুত নেমে যেত। কিন্তু সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১০ মিনিট বৃষ্টি হলেই বাজারে যে ড্রেন নির্মাণ করা হয়েছে তা দিয়ে পানি নামতে পারে না, ফলে রাস্তায় পানি জমে থাকে। টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুদ্দিন হাসান বলেন, বৃষ্টির পানি জমে থাকার বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। তবে খাল খননের ফলে আগের তুলনায় এখন কিছুটা হলেও পানি জমা কম হয়েছে। এ বিষয়ে গৌরনদী পৌর প্রশাসক...