রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা, জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত, মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল প্রতিপাদ্য ছিল, “যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে পারে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই।” সোমবার সকালে জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে বাঘাইছড়ি থানা কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও ৩৪ নং রুপকারী ইউপির চেয়ারম্যান জ্যাসমিন চাকমা (ধনেশ্বর)। সভা সঞ্চালনা করেন পিসিজেএসএসের সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি নিউটন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিজেএসএসের সাধারণ সম্পাদক জ্যোসি চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা,...