যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের প্রভাব ভারতের রপ্তানি খাতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। দেশটির অন্ধ্রপ্রদেশে চিংড়ি রপ্তানির প্রায় ৫০ শতাংশ ক্রয়াদেশ এরই মধ্যে বাতিল হয়েছে গেছে। ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের কারণে চিংড়ি রপ্তানিতে এক অন্ধ্রপ্রদেশে প্রায় ২৫ হাজার কোটি রুপির লোকসান গুনতে হতে পারে। আজ সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, নতুন শুল্ক আরোপের পর দু হাজার কনটেইনার পণ্য রপ্তানির ওপর ৬০০ কোটি রুপি শুল্কের বোঝা চেপেছে। এ পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিজের রাজ্যের মাছ ও চিংড়িচাষিদের বাঁচাতে কেন্দ্রীয় সরকারের কাছে আবার সহায়তার আবেদন করেছেন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে তাঁরা চরম দুরবস্থায় পড়েছেন। ভারতের চিংড়ি রপ্তানির ওপর এখন যুক্তরাষ্ট্রের শুল্ক ৫৯ দশমিক ৭২ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে আগে আরোপ করা ২৫ শতাংশ শুল্কের ওপর ট্রাম্প বাড়তি আরও ২৫ শতাংশ...