নেত্রকোনা জেলার কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তিন কিশোরীকে চীনে পাচারের চেষ্টা করতে গিয়ে এক জন চীনা নাগরিক ও এক জন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ দুইজন আটক রোববার দিবাগত রাতে কেন্দুয়া পৌরসভা এলাকার সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা কেন্দুয়া থানা হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত কিশোরীরা পরিবারের লোকের অনুমতি নিয়ে বাড়ি থেকে ঢাকা যাওয়ার কথা বলে। তবে তাদের সঙ্গে থাকা চীনা নাগরিক লি ওয়েইহাও ও বাংলাদেশি নাগরিক ফরিদুল ইসলাম সন্দেহজনক আচরণ এবং বিয়ে সংক্রান্ত অনির্বচনীয় কাগজপত্র দেখানোর কারণে স্থানীয়রা সতর্ক হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে। প্রাথমিক তদন্তে ফরিদুল ইসলামের মোবাইল ফোনে বাংলাদেশের বিভিন্ন এলাকার কিশোরী মেয়েদের ছবি,...