ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন মার্কেটিং ক্লাবের ২০২৫-২৬ কার্যকালের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের জেদান আল কানন ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের বিন ইয়ামিন সিফাতকে মনোনীত করা হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর সংগঠনটির উপদেষ্টা মো. সাদিকুল আজাদ এবং আহ্বায়ক মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি রাকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ হাসান ও কোষাধ্যক্ষ ওয়াশি ইশতিয়াক ইফতি। এছাড়া মেম্বার সিলেকশন বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন- জেবিন জাহেদ তিশা, জান্নাতুল তামান্না, রওনক খান ও বর্ণালী দাশ বর্ণা, প্রোগ্রাম অর্গানাইজিং বিভাগের দায়িত্ব পেয়েছেন- সোহানুর রহমান, কাজী তুষার আল ইমরান ও সাব্বির হাসান, সাংস্কৃতিক কার্যক্রম বিভাগের দায়িত্ব পেয়েছেন- হাসনাহেনা আক্তার, পিকাসু চাকমা ও আচল দাস, মার্কটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের দায়িত্ব...