দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটি দেশের রাজস্ব বৃদ্ধি, প্রবৃদ্ধি ও দুর্নীতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ সোমবার আন্তঃব্যাংক লেনদেনে সমন্বিত প্লাটফর্ম গঠন নিয়ে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দেশে লেনদেনের অনেক ডিজিটাল মাধ্যম আসার পরও ব্যাংকিং খাতে প্রতিবছর ১০ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে। এই নগদ অর্থ ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে খরচ হচ্ছে ২০ হাজার কোটি টাকা। তাই নগদ নির্ভরতা কমিয়ে আনতে চায় সরকার। কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চায়। এজন্য একটি আন্তঃলেনদেন ব্যবস্থা গড়ে উঠবে। ট্রেড লাইসেন্স পেতেও বিদ্যমান বাংলা কিউআর কোড ব্যবহারের শর্ত থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘একটা...