
দক্ষিণ ভারতের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনী তার অভিনয়জীবনে বহু সফল সিনেমায় অভিনয় করেছেন। শিবাজি গনেসান, চিরঞ্জীবী, মোহনলাল, মাম্মুটির মতো দক্ষিণী মহাতারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের প্রিয় মুখ। তবে সেই গ্ল্যামারের আড়ালে রয়ে গেছে কিছু তিক্ত অভিজ্ঞতার গল্প। সম্প্রতি ‘বিকটন’কে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিনী তুলে ধরেন তেমনই একটি ঘটনার কথা। মোহিনী জানান, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কানমনি’–তে একটি অন্তরঙ্গ গানের দৃশ্য তাকে জোর করে করতে বাধ্য করা হয়েছিল। ওই দৃশ্যে তাকে স্যুইমসুট পরে অভিনয় করতে বলা হয়, যা নিয়ে তিনি তীব্র অস্বস্তি বোধ করেছিলেন। মোহিনী বলেন, ‘আমি সাঁতার জানতাম না, আর দৃশ্যটির জন্য একজন পুরুষ প্রশিক্ষকের সামনে আমাকে সেই শিখতে বলা হয়েছিল। কোনো নারী প্রশিক্ষক ছিল না, তাই আমি কান্নায় ভেঙে পড়ি এবং দৃশ্যটি করতে...