১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম বরগুনার আমতলীতে দাওয়াত না দেওয়ায় মাদরাসা কর্তৃপক্ষের অনুষ্ঠানে ঢুকে সব খাবার খেয়ে ও নষ্ট করে গেছেন মাহবুব কাজী ও রিপন কাজী নামে দুই ব্যক্তি ও তাদের অনুসারীরা। শুধু তাই নয়, এ অপকর্মের পর আবার ফেসবুকে নিজেদের ছবিও পোস্ট করেছেন তারা। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার আমতলী উপজেলার কালিবাড়ী ন ম ম আমজাদিয়া আলিম মাদরাসায় ঘটে এ ঘটনা। জানা গেছে, ঘটনার মূলহোতা মাহবুব কাজী ও রিপন কাজী যথাক্রমে গুলিশাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক। গত ৪ সেপ্টেম্বর আমতলী উপজেলার...