১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম দুই দিনের মারাত্মক অস্থিরতার পর বৃহস্পতিবার নেপাল যখন জ্বলছিল, তখন হাজার হাজার তরুণ তাদের দেশের পরবর্তী নেতা নির্ধারণের জন্য একটি অনলাইন প্লাটফর্মে যোগ দিয়েছিল। তারা গেমারদের বহুল ব্যবহৃত অ্যাপ 'ডিসকর্ডে'র মাধ্যমে ভোটভুটি করে বেছে নিয়েছে নিজেদের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের সংগঠন 'হামি নেপাল' তাদের ডিসকর্ড চ্যানেল 'ইয়্যুথ এগেইনিস্ট করাপশন'-এ এই ভোটের আয়োজন করে। সেখানে সদস্য সংখ্যা দেড় লাখের বেশি। সেখানে ঘণ্টাব্যাপী উত্তপ্ত আলোচনায় উঠে আসে দুর্নীতি দমন, কর্মসংস্থান, বিশ্ববিদ্যালয় সংস্কার, স্বাস্থ্যসেবা ও পুলিশের জবাবদিহির মতো নানা বিষয়। অবশেষে অংশগ্রহণকারীদের ভোটের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। ৭৩ বছর বয়সী কার্কি ১২ সেপ্টেম্বর শপথ নেন।...