সম্প্রতি ‘জেন-জি’ নামে তরুণদের বিক্ষোভের পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া সুশীলা কার্কির পদত্যাগের দাবি জানিয়েছে তরুণদের বড় অংশ সুদান গুরুংয়ের দল। রোববার ১৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাতে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দলটি বিক্ষোভ করে এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবিতে স্লোগান দেয় বলে জানিয়েছে দেশটির একটি স্থানীয় সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়, সুদান গুরুং হলেন তরুণদের আন্দোলনের প্রথম সারির নেতা। তিনি যুবকেন্দ্রিক এনজিও হামি নেপালের সভাপতি। এছাড়াও ৩৫ বছরের এই যুবক তৃণমূলের একজন নেতা। গুরুং স্পষ্ট সতর্কতা উচ্চারণ করে বলেন, যদি তরুণদের উদ্বেগ উপেক্ষা করা হয়, তবে তারা আবারও রাস্তায় নামবে এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তার কথায়, ‘আমরা চাইলে যেখান থেকে তুলেছি, সেখান থেকেই এই সরকারকে নামিয়ে আনব। এদিকে, প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন, আইনজীবী...