প্রজ্ঞাপন অনুযায়ী বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে আদায়যোগ্য ভাড়া, টোল, রেইল, ফি ও মাশুলের ক্ষেত্রে নতুন ট্যারিফ তফসিল কার্যকর হয়েছে। মাশুলের ক্ষেত্রে ডলারপ্রতি বিনিময় মূল্য ধরা হয়েছে ১২২ টাকা। ডলারের বিনিময় মূল্য বাড়লে মাশুলও বাড়বে। বন্দর কর্তৃপক্ষ ডলার হিসাবে মাশুল আদায় করে। বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, আগের ট্যারিফ হারের তুলনায় ক্ষেত্রবিশেষে ৩৫-৪০ শতাংশ বেড়েছে প্রজ্ঞাপনে। এক হিসাবে দেখা গেছে, নতুন ট্যারিফে কেজি প্রতি ১২ পয়সা বাড়ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন পাওয়ার পরই ট্যারিফের নতুন হার বন্দরের বিভিন্ন সফটওয়্যার ও সিস্টেমে আপডেট করার কাজ শুরু হয়েছে। শতভাগ কাজটা সম্পন্ন করতে একটু সময় লাগতে পারে। বিজিএমইএর পরিচালক রকিবুল আলম বাংলানিউজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে ভোগ্যপণ্যের পর সবচেয়ে বেশি আমদানি করা হয় তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কহার,...