রাজাপুরে বিদ্যুৎ খুটিতে আগুন, অনেক গ্রাহক বিদ্যুৎহীন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদ্যুতের ব্যাকবোন লাইনের একটি খুটি শর্টসার্কিট হয়ে পুড়ে যাওয়ায় অনেক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজাপুর-১ উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের উত্তর উত্তমপুর গ্রামের মালেক কলেজের পূর্ব দিকে বিলের মধ্যে অবস্থিত ব্যাকবোন লাইনের একটি খুটির ইনসুলেটর ক্র্যাক হয়ে শর্টসার্কিট ঘটে। এতে খুটিসহ ফিটিংস পুড়ে যায় এবং ব্যাকবোনের ৯৯ নম্বর খুটির পরের সব লাইন বন্ধ হয়ে যায়।পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে খুটি নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ মাঠে পানি এবং চলাচলের উপযোগী রাস্তা নেই। তাই রাতের বেলা খুটি পরিবর্তন করে নতুন খুটি বসানো সম্ভবপর নাও হতে পারে। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল...