সিলেটের তিন জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বেড়ে চলেছে এ অঞ্চলের নদ-নদীর পানি।বিশেষ করে কুশিয়ারার পানি জেলার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুরমা কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এই পানি আরও বাড়তে পারে। এতে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। সিলেটের তিন জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরই মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ১৫ দশমিক ৪০ ছাড়িয়ে ১৫ দশমিক ৬৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা ফেঞ্চুগঞ্জ পয়েন্টে...