কোটালিপাড়ায় ছাদের পানি পড়া নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। গোপালগঞ্জ:গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতবাড়ির ছাদের পানি পড়া নিয়ে বিরোধের জেরে আপন ভাইদের লাঠির আঘাতে আনন্দ ঘোষ (৪৫) নামে এক ভাই নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আনন্দ ঘোষ উনশিয়া গ্রামের সুধীর ঘোষের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী। নিহতের স্ত্রী মিতা ঘোষ জানান, সেদিন বৃষ্টির পর রাতে তার দেবর ও ভাসুররা বাড়িতে এসে স্বামীকে মারধর করে হত্যা করে।প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, ছাদের পানি পড়া নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কেউ সিদ্ধান্ত মানেনি। শেষ পর্যন্ত সামান্য বিষয় নিয়ে ভাই-ভাতিজাদের হাতে আনন্দের জীবন দিতে হলো।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ছাদের পানি পড়া নিয়ে...