লা লিগার রেফারিং নিয়ে বিতর্কের প্রসঙ্গ উঠল রেয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও। তবে বিষয়টি নিয়ে খুব গভীরে যেতে চাইলেন না দলটির মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও কোচ শাবি আলোন্সো। এখন শুধুই আসছে ম্যাচের দিকে মনোযোগ দিতে চান তারা। লা লিগায় গত শনিবার রেয়াল সোসিয়েদাদের মাঠে রেয়াল মাদ্রিদের ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার ডিন হাউসেন। মাঝমাঠের কাছে প্রতিপক্ষের মিকেল ওইয়ারসাবালকে পেছনে থেকে ঘাড় ধরে টেনে ফেলে দেন এই সেন্টার-ব্যাক। ‘নিশ্চিত গোলের পথে বাধা দেওয়ার’ অপরাধে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মাঠে রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ভিএআরে দেখার দাবি জানালেও শোনেননি রেফারি। ঘটনার সময়ই ডাগআউটে ভীষণ ক্ষুব্ধ দেখা যায় আলোন্সোকে। শেষ বাঁশির পর মাঠেই রেফারিকে নিজের আপত্তির কথা জানান তিনি, ক্ষোভ প্রকাশ করেন ম্যাচের পর সংবাদ...