মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, শর্ট ভিডিও অ্যাপ টিকটক নিয়ে চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা নিরসনের লক্ষ্যে মাদ্রিদে দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যদি টিকটকের যুক্তরাষ্ট্র অংশ বিক্রির বিষয়ে কোনো চুক্তি না-ও হয় তারপরও তা দুই দেশের সামগ্রিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের পাশে দাঁড়িয়ে বেসেন্ট সাংবাদিকদের বলেছেন, “দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সম্পর্ক এখনও খুব ভালো। গ্রিয়ার ও আমি আমাদের সব ধরনের প্রতিপক্ষের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।” গত চার মাসে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ নিয়ে আলোচনা হচ্ছে। সর্বশেষ এ আলোচনাটি স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐতিহাসিক ভবন পালাসিও দে সান্তা ক্রুজে অনুষ্ঠিত হচ্ছে।...