এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেল রশিদ খানরা। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আফগান পেসার নাভিন উল হক। নাভিনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, আফগানিস্তানের পেসার নাভিন উল হক এশিয়া কাপের এবারের আসর থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে আব্দুল্লাহ আহমাদজাইকে দলে নিয়েছে আফগানরা। نوین الحق له اسیا جام سیالیو بهر شو د افغانستان کرکټ ملي لوبډلې تکړه او مجرب چټک توپ اچوونکی نوین الحق له اسیا جام... এসিবি আরও জানিয়েছে, এখনো চোট থেকে সেরে ওঠেননি নাভিন এবং এসিবির মেডিকেল টিমও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে খেলাতে ফিট ঘোষণা করেনি। তাই ফিট হওয়ার আগ পর্যন্ত চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন নাভিন।...