চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ফরম নিয়েছেন ১৪১ জন, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ জন ও হল সংসদের জন্য ৭০ জন ফরম সংগ্রহ করেছেন। সবমিলিয়ে দুই দিনে ১৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সোমবার চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য ৯৭ জন এবং হল সংসদের জন্য ২৬ জন ও ছাত্রী হল সংসদের জন্য ৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় রোববার। সেদিন চাকসুতে ২৬ জন এবং এফ রহমান হল ও বিজয় ২৪ হল সংসদের জন্য দুই জন করে মোট ২৮ জন ফরম সংগ্রহ করেছিলেন। ফরম সংগ্রহের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৭১, ছাত্র হল...