১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে আজ সোমবার আয়োজিত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি সহিংস রূপ নিয়েছে। বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগও করা হয়। সেখানে মহাসড়ক ও রেলপথও অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। বেলা সাড়ে এগারটা থেকে এ অবস্থা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের ওপরও চড়াও হন বিক্ষোভকারীরা। তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। ঢাকা – বরিশাল ও ঢাকা – খুলনা মহাসড়কের দুই স্থানে মহাসড়ক অবরোধ করা হয়েছে। এসব সড়কে শত শত মানুষ বিক্ষোভ করে। সড়কেই কাঠ জড়ো করে আগুন দিতেও দেখা গেছে। এর ফলে...