পিএসজি ছেড়ে এলেন কিলিয়ান এমবাপে, সেই দল গত মৌসুমে জিতে নিল অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রেয়াল মাদ্রিদে চলে আসায় ফরাসি ফরোয়ার্ডের ইউরোপ সেরার ট্রফি জয়ের স্বাদ অপূর্ণই রয়ে যায়। শিরোপাটি জয়ের ভাবনায় কি মগ্ন হয়ে আছেন এমবাপে, তিনি কি আচ্ছন্ন অধরা এই মুকুটে? রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও কোচ শাবি আলোন্সো তুলে ধরলেন নিজেদের পর্যবেক্ষণ। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদ। ফ্রান্সের দল অলিম্পিক মার্সেইয়ের মুখোমুখি হবে তারা। এর আগের দিন সংবাদ সম্মেলনে রেয়ালের প্রতিনিধি হয়ে এলেন চুয়ামেনি ও আলোন্সো। এমবাপেকে নিয়ে দুই জন একই প্রশ্নের মুখোমুখি হলেন। চুয়ামেনি তুলে ধরলেন এমবাপের বিজয়ী মানসিকতার কথা। “চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আচ্ছন্ন এমবাপে? আমরা জানি, সে এখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এটা ক্লাবের একটি...