নেত্রকোণা জেলায় এবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম। রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ সভায় অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। এ সময় একই থানার ইন্সপেক্টর (তদন্ত) মিন্টু দে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম শ্রেষ্ঠ ওসি এবং শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া মোহাম্মদ নুরুল আলম বলেন, “আমি কাজ ও দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।...