জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ‘পক্ষপাতদুষ্ট হয়েছে ও গ্রহণযোগ্যতা হারিয়েছে’ বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ কারণে জাকসু নির্বাচন প্রত্যাখ্যান করেছে শিক্ষকদের এ সংগঠনটি। একই সঙ্গে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্বাচনের কারসাজি উন্মোচনের দাবি জানিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে নির্বাচনের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, পক্ষপাতের বিস্তর অভিযোগও তুলে ধরেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ছিল সেপ্টেম্বরের ১১ তারিখে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর এ নির্বাচন ভীষণ আগ্রহ ও উদ্দীপনা তৈরি করেছিল। কিন্তু বাস্তবে অনুষ্ঠিত নির্বাচনটি একদিকে যেমন ছিল ত্রুটিপূর্ণ, তেমনই বিতর্কিত। অব্যবস্থাপনায় ভরা নির্বাচনটির এ প্রক্রিয়ায় মাশুল গুনতে হয়েছে আমাদের একজন তরুণ শিক্ষককে তার জীবন দিয়ে। এতে বলা হয়, নির্বাচন কমিশন...