জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন হলের পূর্ণাঙ্গ ভোট গণনায় অসঙ্গতি দেখা দিয়েছে। এতে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় শহীদ রফিক-জব্বার হলে ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পদে প্রথমে আশরাফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে ভুল গণনার অজুহাতে তা পরিবর্তন করা হয়। আশরাফুলকে ফোন করে হলে প্রভোস্ট অধ্যাপক আব্দুস সাত্তার জয় জানান, তিনি আসলে ৯২ ভোট পেয়েছেন, ফলে নির্বাচিত হননি। অথচ ঘোষিত ফলে দেখা গেছে, আশরাফুল পেয়েছিলেন ১৩২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান রিফাত ১২৯, ইউসুফ ১২৫ ও আবু সায়েম ১২৩ ভোট পান। চার প্রার্থীর মোট ভোট দাঁড়ায় ৫০৯, যেখানে হলে বৈধ ভোট পড়েছে মাত্র ৪৬৯টি। এ বিষয়ে প্রার্থী আশরাফুল বলেন, নির্বাচন কমিশনের ঘোষণায় আমি...