নেপালে আবারো রাজপথে নেমেছে জেনজি প্রজন্মের বিক্ষোভকারীরা। এবার তারা সদ্য নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি আন্দোলনে নেমেছ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াটারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীদের একটি অংশ। মন্ত্রিসভার সদস্য নিয়োগ নিয়ে ক্ষোভ থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয়। এতে নেতৃত্ব দেন তরুণদের আইকন সুদান গুরুং। আন্দোলনকারীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বণ্টনের আগে তাদের মতামত নেয়া হয়নি। অথচ তাদের আন্দোলনেই প্রধানমন্ত্রী হয়েছেন কার্কি। নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতির সূত্রে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে স্লোগানের মাধ্যমে কার্কির পদত্যাগ দাবি করেন। তাদের দাবি, ‘আমাদের আন্দোলনে...