বাংলাদেশের তৃণমূল ফুটবলের সম্ভাবনাময় প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২৫ আয়োজনের প্রস্তুতি চলছে জোরেশোরে। সেই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে লটারি ও প্রতিনিধি সভা।প্রাথমিকভাবে নিবন্ধিত ১৮ একাডেমির প্রতিনিধিরা এতে অংশ নেন। লটারির মাধ্যমে চূড়ান্ত ১২টি একাডেমি দল নির্বাচন করা হয়। লটারি শেষে আয়োজকেরা নির্বাচিত একাডেমিগুলোর সঙ্গে টুর্নামেন্ট-সংক্রান্ত নানা বিষয়ে মতবিনিময় করেন। এরপর অনুষ্ঠিত হয় গ্রুপিং পর্ব। চূড়ান্ত ১২ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়। ক গ্রুপে রয়েছে ডি এস.এস. ক্লাব (নারায়ণগঞ্জ), ফিরোজ কামাল ফুটবল একাডেমি (ব্রাহ্মণবাড়িয়া) ও ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি। খ গ্রুপে পড়েছে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি (চট্টগ্রাম), মনিং স্টার ফুটবল একাডেমি (লালমনিরহাট) এবং টঙ্গী ফুটবল একাডেমি (গাজীপুর)। গ গ্রুপে রয়েছে টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি (পঞ্চগড়), মরহুম...