রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রাঙ্গণে গত ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৫ এর জাতীয় পর্ব। দেশের ৪০টি জেলা থেকে রোবট বিষয়ে আগ্রহী স্কুল-কলেজের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে নিবন্ধন করেছিল। অনলাইন বাছাইপর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা অংশগ্রহণ করে জাতীয় পর্বে। আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিতব্য ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশগ্রহণের লক্ষ্যে এই দুই দিন জুড়ে অন্বেষণ করা হয় বাংলাদেশ দল। আয়োজনে ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণ পদক অর্জন করেছে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী, এবং রোবটিকস কুইজ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে গোল্ড মেডেল অর্জন করেছে সানিডেল স্কুলের শিক্ষার্থী সারিম শরীফ। এছাড়াও প্রতি ক্যাটাগরিতেই...