নগর প্রশাসকের সরাসরি তত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি বিনোদনের প্রাণকেন্দ্র বেলস্ পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে নগরীর সর্ববৃহত এ উদ্যানটির চারদিকসহ এর অভ্যন্তরভাগে সর্বস্তরের মানুষ এখন বুক ভরে নিশ্বাস নিতে পারছেন। নগর প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের সাধারন মানুষও। তবে নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাড় , আমতলা মোড়ের স্বাধীনতা পার্ক এবং ত্রিশ গোডাউন সংলগ্ন শতায়ু অঙ্গনের মত নগরীর অনেক শ্রান্তি বিনোদন কেন্দ্রই এখনো অবৈধ দখলদারদের কব্জায় রয়ে গেছে। নগরীকে এসব স্থাপনা অবৈধ দখল মূক্ত রাখতে অবিলম্বে আরো নিবিড় কর্মসূচী গ্রাহনের তাগিদ দিয়েছেন সর্বস্তরের মানুষ। এমনকি বরিশাল মহানগরীর প্রাকৃতিক হৃদস্পন্দন খ্যাত বেলস্ পার্কটির সর্বনাশ ঠেকাতে অনেক আগে থেকেই পদক্ষেপ গ্রহনের তাগিদ দিয়ে আসছিলেন নগরীর সাধারন মানুষ সহ প্রকৃতি প্রেমিকগণ। কিন্তু নানা মুখি বাঁধার কারণে তা এতদিন...