রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে নতুন একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলের নেতৃত্ব আছেন জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন সাবেক সমন্বয়ক। তাদের উপস্থিতি এই প্যানেলের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন অনেকে। তবে এই প্যানেল গঠন করার পর থেকেই ক্যাম্পাসে শুরু হয়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন, এই প্যানেলের প্রার্থীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) মনোনীত। আবার কারও দাবি, তারা এনসিপি অথবা ছাত্রশিবিরের ‘ছায়া বা বি টিম’। এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছিলেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, যিনি পরিচিত ‘স্লোগানমাস্টার’ হিসেবে। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন আকিল বিন তালেব। আর মহিলাবিষয়ক সম্পাদক ও সহমহিলাবিষয়ক সম্পাদক...