১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের শক্তির ব্যবধান বাড়ছে দিনকে দিন। এশিয়া কাপের সবশেষ ম্যাচেও ফুটে উঠেছে সেই চিত্র। তবে এবারের ঘটনা ছাড়িয়ে গেছে আগের সবকিছুকেই, যা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। ম্যাচে টসের সময় বা ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি ভারত। যা নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে ব্যপক সমালোচনা। কেবল ম্যাচেই নয়, ড্রেসিংরুমে ফিরে দরজা বন্ধ করে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, যেন পাকিস্তানের কোনো খেলোয়াড় তাদের সঙ্গে দেখা করতে আসতে না পারেন! এমন অক্রিকেটীয়সূলভ আচরণের প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান অধিনায়ক। পরে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন পাকিস্তান কোচ মাইক হেসন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, টসের সময় দুই অধিনায়ককে করমর্দন করতে না দেওয়ায়...