১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া উপজেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আবুল কাশেম খোকন সভাপতি ও অ্যাডভোকেট আরিফ খান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) হ্যালো চাইনিজ রেস্টুরেন্টে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে ১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও সম্পাদকের পাশাপাশি ভোটাররা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. ইয়াছিন মিয়া। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবির। এতে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কাজী হাম্মাদুল ওয়াদুদ, উপদেষ্টা গোলাম সারোয়ার খোকন, কাজী নজরুল ইসলাম খাদেম, শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাই একযোগে কাজ করার আহবান জানানো হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার তাগাদা দেওয়া...