‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাচোল থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক। প্রধান অতিথি বলেন, ‘অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পুলিশের একার পক্ষে চুরি, ছিনতাই কিংবা ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং কোনো অপরাধ চোখে পড়লেই তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। তিনি জনগণকে...