নেপালের পর এবার তুরস্কে সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। গতকাল রোববার রাজধানী আঙ্কারায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) শত শত সদস্যের ওপর এক বছরের আইনি দমন-পীড়নের পর তাদের নেতাকে সরিয়ে দিতে আদালতের মামলার বিরুদ্ধে এই বিক্ষোভ। লাইভ ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে তুর্কি পতাকা ও দলীয় ব্যানার নাড়িয়ে স্লোগান দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, তুরস্কে দুর্নীতির অভিযোগে গত মার্চে ইস্তাম্বুলের মেয়র এবং বিরোধী নেতা একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করে এরদোয়ান প্রশাসন। এর প্রতিবাদে, দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। এবার বিরোধী দলের ওপর সরকারের ক্রম-বর্ধমান দমন-পীড়নের অভিযোগের মধ্যে রোববার আঙ্কারায় প্রধান বিরোধী দল সিএইচপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন লাখো মানুষ। বিরোধী দলকে দুর্বল করতেই সরকার...