১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম ‘কাকের বাসায় কোকিলের ছা- যার ছা তার রা’। প্রকৃতির সত্য-নির্ভর এই প্রবচনের অর্থ হলো: কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, ডিম ফোটে, কাকের স্নেহে পালিত হয়, একদিন উড়ে চলে যায়; কিন্তু স্বর ও স্বভাব (রা) কখনোই বদলায় না। জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির বিগত আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার আমলে সাড়ে পনেরো বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ডে সক্রিয় ছিল। ছাত্রলীগের ভেতরে থেকে এমনকি ‘ছাত্রলীগ নেতা’ পদ-পরিচয় বহন করেও তৎপর ছিলেন ছাত্রশিবির নেতারা। জুলাই গণÑঅভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্যে আবির্ভাব নিয়ে নানান প্রশ্ন ও বিতর্ক ওঠে। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস ছাপিয়ে রাজনীতি সচেতন নাগরিক মহলে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। এখানে-সেখানে রাজনীতি সচেতন মানুষের কথাবার্তায় উঠে আসছে ঘুরেফিরে,...