এই প্রথমবারের মতো কোনও গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন পোপ চতুর্দশ লিও, আর প্রথমবারেই মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদের সমালোচনা করেছেন তিনি। কোম্পানির বেতনের কাঠামো নিয়েও সমালোচনা করেছেন পোপ, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা সাধারণ কর্মীদের তুলনায় অনেক বেশি বেতন পাচ্ছেন। এর উদাহরণ হিসেবে টেসলার সিইও ইলন মাস্কের জন্য প্রস্তাবিত এক ট্রিলিয়ন ডলারের বেতন পরিকল্পনার কথা উল্লেখ করেছেন পোপ। নিজের আসন্ন আত্মজীবনীমূলক বইয়ের জন্য প্রথমবারের মতো কোনো গণমাধ্যমকে জুলাইয়ের শেষ দিকে সাক্ষাৎকার দিয়েছেন পোপ চতুর্দশ লিও, যেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন তিনি। এতে উঠে এসেছে, জাতিসংঘ সম্পর্কে পোপ কী ভাবেন, পেরুতে কয়েক দশক ধরে মিশনারি হিসেবে কাজের ক্ষেত্রে তার অভিজ্ঞতা, শীর্ষ ক্যাথলিক নেতা হিসেবে নিজের ভূমিকার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় এবং রাশিয়া-ইউক্রেইনের মধ্যে তিন বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে শান্তি প্রতিষ্ঠার আশার কথাও।...