এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে আফগানরা। বাংলাদেশ ম্যাচসহ টুর্নামেন্টের বাকি অংশে আর খেলা হচ্ছে না নভিন উল হকের। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নভিনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার আব্দুল্লাহ আহমাদজাই। গত কয়েকদিন ধরেই কাধের ইনজুরিতে ভুগছেন নভিন। এশিয়া কাপের আগে পাকিস্তান ও আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও দলে ছিলেন না তিনি। তবে রাখা হয়েছিল এশিয়া কাপের স্কোয়াডে। কিন্তু এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে প্রথম ম্যাচের একাদশেও জায়গা হয়নি তার। আফগানিস্তানের মেডিকেল বিভাগ জানিয়েছে, এশিয়া কাপে আফগানিস্তানের হয়ে বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন...