বরাবরই ব্রিটিশ নাগরিক দাবি করলেও টিউলিপ সিদ্দিক নিজেকে বাংলাদেশের নিবাসী ঘোষণা দিয়ে দেশে ট্যাক্স ফাইল খুলেছেন। ২০০৬ সাল থেকে জমা দিয়েছেন আয়কর রিটার্নও। গণভবন শাখায় সোনালী ব্যাংকে আছে সঞ্চয়ী হিসাব। নিয়েছেন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র। দুদক জানিয়েছে, টিউলিপের আয়কর ফাইলের তথ্য যাচাই–বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এনবিআরে দেওয়া নথি বলছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। নিজেকে নিবাসী ঘোষণা দিয়ে খুলেছেন ট্যাক্স ফাইল। জমাও দিয়েছেন আয়কর রিটার্ন। কর শনাক্তকরণ সনদ বা টিআইএন অনুযায়ী টিউলিপ কর অঞ্চল–৬ এর ১২২ নম্বর সার্কেলের করদাতা। সর্বশেষ ২০১৪ সালের ১৬ জুন হালনাগাদ করেছেন টিআইএন। এর আগে ২০০৬–০৭ অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া শুরু করেন টিউলিপ। ঠিকানা ধানমন্ডির ৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসা, সুধাসদন। ২০১৪–১৫ করবর্ষে ঠিকানা পরিবর্তন করে গুলশান–১ এর ৭ নম্বর...