১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষার্থী ও রাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী দ্বীপ মাহবুব। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এই সম্মাননা তুলে দেন। দ্বীপ মাহবুব পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের বাসিন্দা। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে একটি চোখ হারান তিনি; শরীরের একপাশ অবশ হয়ে গেলেও থেমে থাকেননি। চিকিৎসার পর ফের পড়াশোনায় ফিরেছেন এবং স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের পাশাপাশি এখন রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে দ্বীপ মাহবুব বলেন, “জুলাই বিপ্লবে দেশের...